এমটিনিউজ২৪ ডেস্ক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে সাজেদুল হোসেন চৌধুরী (দিপু) হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গতকাল রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
বুধবার রাতে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ব্যক্তিগত সহকারী কামরুল হাসান মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে আজ রাত ৮টার দিকে দীপু মারা গেছেন বলে খবর ছড়িয়ে পড়ে। এ বিষয়টিকে গুজব দাবি করে তিনি বলেন, বাইরে যে কথাটি ছড়িয়েছে তা মিথ্যা। আমরা এখনও হাসপাতালে রয়েছি।