রবিবার, ০৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০২:৩২:৪২

ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক : ছাত্রদলে ৭৩৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এ কমিটি অনুমোদন দেন। একইসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর বিভিন্ন হল শাখা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা জেলা ও মহানগরের চার শাখায় নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি করা হয়েছে আল মেহেদী তালুকদারকে, সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আবুল বাসার সিদ্দিকী। ছাত্রদলের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটি ও শাখা কমিটির ঘোষণার কথা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ৩ বছর ৪ মাস পর সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিও অনুমোদন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আল মেহেদী তালুকদারকে সভাপতি এবং আবুল বাসার সিদ্দিকীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, সরকারি বাঙলা কলেজ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা জেলার কমিটিও অনুমোদন করা হয়।

এসব কমিটির অনুমোদন দেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান। এর মধ্যে ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, সরকারি বাঙলা কলেজকে কেন্দ্রীয় সংসদের অধীনে নেওয়া হয়েছে।

দল গোছানোর অংশ হিসেবে ২০১৪ সালের ১৪ অক্টোবর রাজীব আহসানকে সভাপতি ও মো. আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেন খালেদা জিয়া। আংশিক ওই কমিটি ছিল ১৫৩ সদস্যের। গঠনতন্ত্র অনুযায়ী ছাত্রদলের কমিটি ১৫১ সদস্যের। ওই কমিটি ঘোষণার সময় বলা হয়েছিল, এবারের কেন্দ্রীয় কমিটি হবে ২০১ সদস্যের। তবে আংশিক ওই কমিটি ঘোষণার পর বড় ধরনের বিদ্রোহের মুখে পড়েছিল ছাত্রদল। বিদ্রোহীদের অনেকেই এবার পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা পেয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, সংগঠনের প্রয়োজনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক মনে করেছেন, কমিটির আকার বাড়ানো প্রয়োজন। তা ছাড়া সংগঠনের ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হয়েছে।

৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে