রবিবার, ০৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:২৪:২৮

ইউপি নির্বাচনও নিরপেক্ষ হবে: নাসিম

ইউপি নির্বাচনও নিরপেক্ষ হবে: নাসিম

সিরাজগঞ্জ: সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচনের মতো আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনও অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

শনিবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নে নির্মাণাধীন ৩১ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স  ভবনের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

নাসিম বলেন, পৌরসভা নির্বাচনের মতো ইউনিয়ন পরিষদের নির্বাচনও হবে অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ। স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়ে আগামী ২০১৯ সালের জাতীয় নির্বাচনের প্রস্তুতি গ্রহণের জন্য তিনি বিএনপির প্রতি আহ্বান জানান।
 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সাথেই জনগণ রয়েছে। তার প্রমাণ সদ্য অনুষ্ঠিত পৌরসভা নির্বাচন। সেই নির্বাচনে সাধারণ মানুষ আওয়ামী লীগের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। সেই নির্বাচনে বিএনপি অংশ নিয়ে অতীতের ভুল স্বীকার করে জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করবে। জনগণ তাদের ক্ষমা করলে তারা ভোট পাবে।

তিনি আরও বলেন, ‘অবশেষে বিএনপির শুভবুদ্ধির উদয় হয়েছে। সদ্য সমাপ্ত পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে তারা সঠিক রাজনীতির পথে হাঁটতে শুরু করেছে। তারা বুঝতে পেরেছে আগুন দিয়ে বোমা মেরে মানুষ হত্যা করে সাধারণ মানুষের সমর্থন আদায় করা যায় না।’
 
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, কৃষকলীগের কেন্দ্রীয় নেতা সাখাওয়াত হোসেন সুইট, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা জান্নাত আরা হেনরী তালুকদার, সিভিল সার্জন ডা. প্রীতম্বর রায়সহ অনেকে।
৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪ ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে