সিলেট: দলের সম্মেলনে যোগ দিতে সিলেট পৌঁছেই হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে মির্জা ফখরুলের আগে, শনিবার বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান সিলেট এসে পৌঁছান।
প্রসঙ্গত, রোববার সিলেট জেলা ও মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে সিলেট এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪ ডটকম/জেএম/আরএম