ঢাকা: টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে দেওয়া রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছেন কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
রবিবার সকালে তিনি এ আবেদন দায়ের করেন।
আবেদনে হাইকোর্টের রায় স্থগিতের জন্য প্রার্থনা জানিয়েছেন তিনি। আপিল বিভাগের চেম্বার আদালতে আজ এ আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ কাদের সিদ্দিকীর রিট আবেদন খারিজ করে দিয়ে রায়ে বলেন, নির্বাচন শুরু হওয়ার পর (তফশিল ঘোষণা-ফলাফল পর্যন্ত) নির্বাচন কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে কোনো প্রতিকার পাওয়া যাবে না। তবে কেউ সংক্ষুব্ধ হলে নির্বাচনী ট্রাইবুনালে যেতে পারে।
৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪ ডটকম/জেএম/আরএম