রবিবার, ০৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:৪৬:১১

মন্ত্রীদের দুই সমস্যা : ওবায়দুল কাদের

মন্ত্রীদের দুই সমস্যা : ওবায়দুল কাদের

ঢাকা : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মেট্রোরেল চালু হলে শব্দ দূষণ থেকে মুক্ত থাকবে রাজধানীবাসী।  ২০২০ সালের মধ্যে রাজধানীতে ৬০ হাজার যাত্রী মেট্রোরেলে যাতায়াত করবে।  গুরুত্বপূর্ণ পয়েন্টে ১৬টি স্টেশন নির্মাণ করে যাত্রী উঠানামার ব্যবস্থা করা হবে।

রোববার দুপুরে রাজধানীর বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক জাতীয় সেমিনারের প্রথম সেশনে তিনি এসব কথা বলেন।
 
সেতুমন্ত্রী বলেন, অনেকেই অভিযোগ করছেন, মেট্রোরেলে শব্দ দূষণ হবে।   আমার অবাক লাগে, ৩ বছর আগে এ প্রকল্পের এলাইমেন্ট হলো, টেন্ডার হলো, হঠাৎ তিন বছর পর মেট্রোরেলে শব্দ দূষণের অভিযোগ।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তায় দিনরাত ২৪ ঘণ্টা যান চলা করে, তখন সমসা হয় না। মেট্রোরেল গেলে সমস্যা হবে।

তিনি বলেন, রাজধানীতে মেট্রোরেল চলাচল করলে কোনো শব্দ দূষণ হবে না।  এতে শব্দ দূষণ কমে যাবে।  আধুনিক প্রযুক্তির মাধ্যমে মেট্রোরেল নির্মাণ করা হবে।

ওবায়দুল কাদের বলেন, চলতি বছরের শেষদিকে আরো দু’টি রুটে মেট্রোরেলের নির্মাণকাজ শুরু হবে।  এ দু’টি রুটের একটি হবে গাজীপুর থেকে ঝিলমিল পর্যন্ত ৪২ কিলোমিটার এবং অপরটি হবে রাজধানীর গাবতলী থেকে নারায়ণগঞ্জের ভুলতা পর্যন্ত।  

তিনি বলেন, পদ্মসেতুর ৩৮ শতাংশ কাজ শেষ হয়েছে।  ২০১৮ সালের মধ্যে পদ্মসেতু ও সেতুর পাশে রেলসেতুর কাজ শেষ হবে।

ওবায়দুল কাদের বলেন, রাজনীতিবিদরা যদি সঠিক পথে চলে তাহলে অন্যরাও সঠিক পথে চলবে।  মন্ত্রীরা যদি টাকা মাল পানি খায় তাহলে মন্ত্রণালয়ের কাজও চলবে না।  মন্ত্রীদের দুটি সমস্যা- লেখাপড়া কম আর টাকা খায়।  এ কারণেই অনেক প্রকল্পের কাজ শেষ হয় না।
৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে