ঢাকা : সংসদে ‘দ্য ডেইলি স্টার’ পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের শাস্তি দাবি উঠেছে। সরকারদলীয় সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস ‘দ্য ডেইলি স্টার’ পত্রিকা বন্ধ করে সম্পাদক মাহফুজ আনামকে শাস্তির আওতায় আনার দাবি জানান।
রোববার দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।
সাংসদ তাপস বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। মাহফুজ আনাম সেই পেশাকে কলঙ্কিত করেছেন। তাকে সাংবাদিকতা থেকে বহিষ্কার করতে হবে।
এর আগে প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ও মাহফুজ আনামের শাস্তি দাবি করেন। নিজ ফেসবুকে বৃহস্পতিবার দেয়া স্ট্যাটাসে প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় বলেন, ‘মাহফুজ আনাম, দ্য ডেইলি স্টার সম্পাদক, স্বীকার করেছেন যে, তিনি আমার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অপবাদ আরোপ করতেই তার বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির গল্প ছাপিয়েছিলেন। তিনি সামরিক স্বৈরশাসনের সমর্থনে আমার মাকে রাজনীতি থেকে সরিয়ে দিতে এই কাজ করেছিলেন।’
একটি প্রধান সংবাদপত্রের সম্পাদক সামরিক বিদ্রোহে উস্কানি দিতে যে মিথ্যা সাজানো প্রচারণা চালায় তা রাষ্ট্রদ্রোহিতা বলেও উল্লেখ করেন জয়।
প্রসঙ্গত, ডেইলি স্টারের রজত জয়ন্তী উপলক্ষে বুধবার এটিএন নিউজের টকশোতে মাহফুজ আনাম সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সকারের সময় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) দেয়া তথ্যবিহীন খবর যাচাই-বাছাই না করে প্রকাশ করা সাংবাদিকতার ভুল ছিল। তিনি বলেন, ‘আমার সাংবাদিকতার জীবনে, সম্পাদক হিসেবে এটা বড় ভুল। সেটা আমি স্বীকার করে নিচ্ছি।’
৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম