মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:১০:৫৯

মেডিক্যাল ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে সড়ক অবরোধ

মেডিক্যাল ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে সড়ক অবরোধ

ঢাকা : অনুষ্ঠিত মেডিক্যাল ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে সড়ক অবরোধ শাহবাগে পাবলিক লাইব্রেরির সামনে ও চকবাজার গুলজার মোড়ে সড়ক অবরোধ করেছে মেডিক্যাল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।  দুপুর ১২টার থেকে সড়ক অবরোধ করে তারা।

এর আগে প্রথমদিন কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে অবস্থান নিয়েছিল পরীক্ষার্থীরা।  এরপর তারা ধীরে ধীরে শাহবাগের দিকে আসে।

ক্ষুব্ধ শিক্ষার্থীদের মঙ্গলবার সকাল ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়ার কথা থাকলেও বেলা ১১টার দিকে শহীদ মিনারে অবস্থান নেন তারা।

প্রসঙ্গত, শুক্রবার সারাদেশে একযোগে ২৩টি কেন্দ্রে এমবিবিএস ও বিডিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়।  এতে অংশ নেন ৮৪ হাজারের বেশি শিক্ষার্থী।  তবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।  পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে অভিযান চালিয়ে প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করে র‌্যাব।

এর আগে একই ঘটনায় বুধবার রাজধানীর মহাখালী থেকে চিকিৎসকসহ চারজনকে আটক করে র‌্যাব।

পরে পরীক্ষা বাতিল চেয়ে শনিবার থেকে দেশব্যাপী আন্দোলন করছেন শিক্ষার্থীরা।  পরীক্ষা বাতিলের আবেদন জানিয়ে হাইকোর্টে একটি রিট করা হলেও পরে তা খারিজ হয়ে যায়।

এদিকে রোববার স্বাস্থ্য অধিদপ্তর তড়িঘড়ি করে ফলাফল প্রকাশ করলে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।  এসময় পুলিশ চারজনকে আটক করে।  পরে শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নেন।

অন্যদিকে মেডিক্যালে ভর্তি পরীক্ষার ফল বাতিল করে নতুন করে নেয়ার দাবি জানিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামী।  প্রশ্নপত্র যদি ফাঁস হয়েই থাকে তাহলে পুনরায় পরীক্ষা নেয়া হোক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রবীণ নেতা সুরঞ্জিত সেন গুপ্ত।
২২ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে