ঢাকা : সাংবাদিকতা একটি মহৎ পেশা। কিন্তু ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম এ পেশাকে কলঙ্কিত করেছেন। তার সম্পাদক হিসেবে থাকার আর কোনো অধিকার নেই। এ পেশাকে অমর্যাদা করার জন্য সাংবাদিকতা থেকেও তাকে বহিষ্কার করতে হবে।
‘দ্য ডেইলি স্টার’ পত্রিকা বন্ধ ও এর সম্পাদক মাহফুজ আনামের শাস্তি দাবি করে জাতীয় সংসদ সদস্যরা এমনটাই বলেন। তারা বলেছেন, মাহফুজ আনাম সংবাদপত্র পেশাকে অমর্যাদা করেছেন। ওয়ান ইলেভেনের সময় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রের সংবাদ প্রকাশ করা হয়।
রোববার রাতে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা এসব দাবি জানান।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এসময় বৈঠকে সভাপতিত্ব করছিলেন।
স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিম বলেন, এমন ভুক্তভোগী শুধু প্রধানমন্ত্রীই না আমিও একজন। খাই নাই, দাই নাই গেলাস ভাঙার মামলা খাইলাম।
তিনি বলেন, বঙ্গবন্ধুর নাতি সজীব ওয়াজেদ জয়ও তার বিচারের দাবি জানিয়েছেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এদেশের কিছু মানুষ আলবদর, রাজাকার, আল শামস গঠন করে পাক সেনাদের সহযোগিতা করেছিল। আমার মনে হয়, মাহফুজ আনামরাও ওয়ান ইলেভেন সরকারকে সহযোগিতা করেছিল। এ জন্য তাকে বিচারের আওতায় আনা উচিত।
মঈন উদ্দিন খান বাদল বলেন, এটা শুধু থুক্কু দিয়েই মাফ করা যাবে না। তাহলে তো আলবদর, আল শামস, রাজাকারদেরও মাফ করা যায়। তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে স্বতন্ত্র সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকী বলেন, শুধু মাহফুজ আনামের দোষ দিয়ে লাভ নেই। তখন ভয়ে অনেকে এমন কাজ করেছিল। এমন ব্যক্তি আজ সংসদেও বহাল তবিয়তে বসা আছেন। কিন্তু তাদের কথা কেউ বলছেন না। বলতে গেলে যে থলের বেড়ালও বেরিয়ে আসবে।
৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম