ঢাকা : প্রায় ১৬ মাস পর কেন্দ্রীয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় শনিবার মধ্যরাতে। ৭৩৬ সদস্যের বিশাল কমিটি হলেও প্রত্যাশা পূরণ হয়নি নেতাদের। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার ২৪ ঘণ্টা পার হতে না হতেই দু’জনকে বহিষ্কার করা হয়েছে।
রোববার রাত ৯টা ৩৫ মিনিটে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক কার্যালয় গুলশানে প্রবেশ করেন। কার্যালয়ের সামনের সড়কে ছাত্রনেতাদের ভিড় ছিল লক্ষ্যণীয়। কমিটিতে জায়গা পেয়ে বেশির ভাগ ছাত্রকে উচ্ছ্বাস করতে দেখা গেছে। আবার একটি অংশ কমিটি ঘোষণার পর হতাশ হয়েছে।
মহানগর এবং তিতুমীর কলেজ ছাত্রদলের বেশকিছু নেতা গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে কমিটির বিপক্ষে অবস্থান নিয়ে স্লোগান দেয়। তাদের ক্ষোভ বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এবং সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু ব্যক্তি স্বার্থে কমিটি দিয়েছে। তারা বিভিন্ন ইউনিটের কমিটিগুলোকে এ্যানী-টুকুর পকেট কমিটি বলে দাবি করছে।
রাত ১০টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান ছাত্রদলের সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান। তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপি প্রধানকে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু এবং বিভিন্ন ইউনিটের নতুন ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।
এদিকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার ২৪ ঘণ্টা পার হতে না হতেই দু’জনকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে। এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংগঠনের দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী।
বহিষ্কৃত দুজন হলেন সহ-আন্তর্জাতিক সম্পাদক সাইফুল ইসলাম মেরাজ এবং কেন্দ্রীয় সদস্য মাসুদুর রহমান মাসুদ। তবে কি কারণে তাদের কমিটি থেকে বাদ দেয়া হয়েছে জানা যায়নি।
আব্দুস সাত্তার পাটোয়ারী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি থেকে সহ-আন্তর্জাতিক সম্পাদক সাইফুল ইসলাম মেরাজ এবং কেন্দ্রীয় সদস্য মাসুদুর রহমান মাসুদের পদ বাতিল করা হলো। কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান এবং সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান আজ এ সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন।
৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম