মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:২৪:২৮

ঈদের দিনেও বৃষ্টির আভাস

ঈদের দিনেও বৃষ্টির আভাস

নিউজ ডেস্ক : গত কয়েকদিন ধরেই কমবেশি বৃষ্টি হচ্ছে।  আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল সকাল ৯টা পর্যন্ত ঢাকা, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও বজ্রবৃষ্টির পাশাপাশি ভারী ও অতি ভারী এবং দেশের কোথাও কোথাও মাঝারি বৃষ্টিপাত হতে পারে।  

বৃষ্টিপাতের এ প্রবণতা কমতে পারে পরবর্তী ৭২ ঘণ্টায়।  সে হিসাবে আগামী শুক্রবার ঈদুল আজহার দিনেও বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রংপুর, রাজশাহী এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

সেই সাথে ঢাকা, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ এবং দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।

বিজ্ঞপ্তিতে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থা (৩ দিন) সম্পর্কে জানানো হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।

বিজ্ঞপ্তিতে অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে মৌসুমী বায়ুর অক্ষের সাথে মিলিত হয়েছে।  

মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাংশ হয়ে উত্তরপূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত।  এর একটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।  মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।
২২ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে