ঢাকা : রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। কার্যালয়ের সামনে থাকা তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছে তারা। তারা ছাত্রদলের কার্যালয়েও আগুন ধরিয়ে দেয়।
সোমবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে পল্টন থানার সামনে থেকে একটি মিছিল নিয়ে এসে অতর্কিত হামলা চালায় তারা।
ছাত্রদলের সহ-সভাপতি রাকিবুল ইসলাম রয়েলের নেতৃত্বে বিক্ষোভ চলছে বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভ চলছিল।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নামে এক ব্যানার নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় দলের সামগ্রী ও বিক্রয় কেন্দ্র ভাঙচুর করে তারা। তবে কার্যালয়ের কলাপসেবল গেট লাগিয়ে দেয়ায় কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে পারেনি তারা।
এ ঘটনায় পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। তিনটি মোটরসাইকেলে দেয়া আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
৮ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম