নিউজ ডেস্ক : সৃজনশীল মানুষ গড়ার লক্ষ্যে রাজশাহীর বাঘা উপজেলার নওটিকা গ্রামের আলোকিত যুবক জুবায়ের আল মাহমুদ রাসেল আগামীকাল থেকে আন্তঃবিদ্যালয় রচনা প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছেন। প্রতিযোগিতায় অংশ নিচ্ছে রাজশাহীর বাঘা-চারঘাট ও নাটোরের লালপুর-বাগাতিপাড়া উপজেলার মোট ৪১টি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থী।
এবার রচনা প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয়েছে ‘বাংলাদেশের জাতীয় পতাকা’। প্রতিযোগিতা আগামীকাল ৯ ফেব্রুয়ারি থেকে স্ব স্ব বিদ্যালয়ে শুরু হয়ে চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রতিটি বিদ্যালয়কে 'পূর্ণাঙ্গ লাইব্রেরি' তৈরি করে দেয়া অথবা ২০০টি করে মোট ৬০০টি বই উপহার দেয়া হবে। পাশাপাশি নির্বাচন করা হবে সেরা প্রতিযোগী, সেরা গন্থাগারিক শিক্ষক ও সেরা প্রধান শিক্ষক।
এ বিষয়ে জানতে চাইলে জুবায়ের আল মাহমুদ রাসেল বলেন, ‘আমি যে বিদ্যালয়গুলোতে বই পড়ার আন্দোলন পরিচালনা করে আসছি, প্রতি বছরের ন্যায় এবারো সেই বিদ্যালয়গুলো নিয়ে আন্তঃবিদ্যালয় রচনা প্রতিযোগিতার আয়োজন করেছি। মূলত ছাত্রছাত্রীদের মেধা যাচাইয়ের জন্যই আমার এ প্রতিযোগিতা।’
প্রসঙ্গত, বাঘার ওই যুবক সৃজনশীল মানুষগড়ার জন্য রাজশাহী ও নাটোরের ৪১টি মাধ্যমিক বিদ্যালয়ে ২০১১ সাল থেকে বিনা পয়সায় বই বিলিয়ে বই পড়ার আন্দোলন করে আসছেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও বিশ্ব খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তৈরি করেছেন একটি বিশেষ মডেল। তিনি সেই মডেলটির নাম দিয়েছেন ‘বিশ্ব শান্তি’র শ্রেষ্ঠ মডেল। রাসেল তার উদ্ভাবিত ওই মডেলটি গত ২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ডাকযোগে পাঠিয়েছেন।
সৃজনশীল এই যুবককে নিয়ে গত বছর এমটিনিউজ২৪-এ ‘বিনা পয়সায় বই বিলিয়ে জ্ঞানের আলো ছড়াচ্ছেন বাঘার এক যুবক’ ও ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করছে বাঘার সেই যুবক’ শিরোনামে দুটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়।
চলতি বছরের ২৮ জানুয়ারি ‘বাঘার সেই যুবকের জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্ব শান্তির মডেল’ ও ২ ফেব্রুয়ারি ‘প্রধানমন্ত্রীকে আজ আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠালেন বাঘার সেই যুবক’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়।
৮ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম