ঢাকা : নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাভেদ আলী বলেছেন, এইচএসসি পরীক্ষার ফাঁকে ফাঁকে ইউনিয়ন পরিষদ নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
তিনি বলেন, এক্ষেত্রে ১১ থেকে ১২ দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম দফায় ৪০০ ইউপিতে নির্বাচন করার কথা ভাবছে ইসি। আগামী মার্চের শেষের দিকে নির্বাচন হতে পারে।
সোমবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
জাভেদ আলী বলেন, আগামী বৃহস্পতিবার ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।
পরীক্ষার মাঝে নির্বাচন হলে পরীক্ষার্থীদের কোনো সমস্যা হবে না বলে জানান তিনি।
৮ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম