এমটিনিউজ২৪ ডেস্ক : সারা দেশে গত দুই দিনে শীতের তীব্রতা বেড়েছে। গতকাল শুক্রবার দেশের চার জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে।
শৈত্যপ্রবাহ না থাকলেও রাজধানীসহ দেশের অনেক অঞ্চলে তীব্র শীত অনুভূত হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, মূলত দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমায় ও বাতাসের গতি বেশি থাকায় দেশের অনেক অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রার চেয়ে শীত বেশি অনুভূত হচ্ছে। আজ শনিবার ও আগামীকাল রবিবারও দেশে শীতের তীব্রতা বেশি থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল কিশোরগঞ্জ, পাবনা, দিনাজপুর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ (৮ থেকে ১০ ডিগ্রি) বয়ে গেছে। আজ শনিবারও তা অব্যাহত থাকতে পারে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা ও কিশোরগঞ্জের নিকলীতে, ৯.৬ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া পাবনার ঈশ্বরদীতে ৯.৮ ডিগ্রি ও দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি। ঢাকায় এ সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদরা বলছেন, কুয়াশার চাদর ভেদ করে পর্যাপ্ত সূর্যের আলো না আসা, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য কমে আসা, হিমালয়ের পাদদেশ থেকে আসা ঠাণ্ডা বাতাস এবং বাতাসের গতিবেগ বেশি থাকার কারণে দেশজুড়ে শীতের তীব্রতা সর্বনিম্ন তাপমাত্রার চেয়েও বেশি অনুভূত হচ্ছে।