সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪, ০৬:৩১:৩২

বড় সুখবর, পণ্যের দাম বেশি নিলে যা করতে পারবেন এখন

বড় সুখবর, পণ্যের দাম বেশি নিলে যা করতে পারবেন এখন

এমটিনিউজ২৪ ডেস্ক : নিত্যপণ্যের দাম নিয়ে দেশে সর্বত্রই চলছে সীমাহীন অনিয়ম। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে অনেক পণ্যের দাম। সরকার নির্ধারিত দামেও কেনা যায় না অনেক পণ্য। 

যে কারণে সমালোচনার মুখেও পড়তে হয়েছে সরকারকে। তাই টানা চতুর্থবারের মতো ক্ষমতায় এসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দিকেই বেশি নজর দিচ্ছে সরকার। 

বড় সুখবর, বাজারে জিনিসপত্রের দাম বেশি নেওয়া হলে প্রতিকারের জন্য এবার ফোন নম্বর চালু করতে যাচ্ছে সরকার। 

ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ জানিয়েছেন, জিনিসপত্রের দাম বেশি নেওয়া হলে ‘৩৩৩’ নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে। 

সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ৩১ জানুয়ারির মধ্যে এই সুবিধা চালু করা হবে। ‘৩৩৩’ নম্বরে ফ্রি কল করে মোখার সর্বশেষ তথ্য পাবেন

সোমবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান প্রতিমন্ত্রী পলক।  প্রতিমন্ত্রী বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, ‘৩৩৩’ নম্বরে বর্তমানে যেসব সেবা আছে, সেগুলো চালু থাকবে। পাশাপাশি ‘৩৩৩’ নম্বরে ফোন করার পর আরেকটি ডিজিটে চাপ দিয়ে নতুন সেবাটি পাওয়া যাবে। 

৩১ জানুয়ারির মধ্যে এই সুবিধা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সময়ের মধ্যে নতুন একটি ওয়েবসাইট খোলা হবে; যেখানে পণ্যের দাম, মজুতসহ বিভিন্ন তথ্য থাকবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে