মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:০০:৩৭

কাঁদলেন সায়রা মহসিন

কাঁদলেন সায়রা মহসিন

নিউজ ডেস্ক : স্বামীর স্মৃতিচারণ করতে গিয়ে সংসদে আবেগাপ্লুত হয়ে কাঁদলেন প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর স্ত্রী সৈয়দা সায়রা মহসিন।  সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পর এটা তার প্রথম অধিবেশন।

সোমবার দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় বক্তব্য দিতে গিয়ে স্বামীর স্মরণে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

স্বামীর মৃত্যুর পর শূন্য আসনে গত বছরের ২৩ নভেম্বর উপনির্বাচনে সৈয়দা সায়রা মহসিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হন।

সংসদে লিখিত বক্তব্যে প্রয়াত স্বামীর বিভিন্ন দিক নিয়ে স্মৃতি চারণ করেন তিনি।  তিনি বলেন, আজ আমার এখানে থাকার কথা ছিল না।  আমার স্বামীর মৃত্যুতে আজ আমাকে এখানে দাঁড়াতে হয়েছে।

তিনি বলেন, আমার স্বামী ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক।  বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।  আজীবন দেশকে ভারোবেসে, বঙ্গবন্ধুকে ভালোবেসে সোনার বাংলা গড়তে কাজ করেছেন তিনি।

এসময় বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনাও করেন তিনি।  

এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।

গত বছরের ১৫ সেপ্টেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী।
৮ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে