এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকাসহ সারাদেশে জেঁকে বসেছে শীত। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে এর তীব্রতা সবচেয়ে বেশি। হিমবাতাসের সঙ্গে ঘন কুয়াশা যোগ হওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে।
এর ফলে জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়েছে। বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। শিশু ও বৃদ্ধরা ঠান্ডাজনিত নানা রোগ নিয়ে ভর্তি হচ্ছেন হাসপাতালে।
ঘন কুয়াশার কারণে সড়ক, নৌ ও আকাশপথে চলাচল বিঘ্নিত হচ্ছে। শীতের এমন অবস্থার মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এরপর আবার শীত বাড়বে বলে জানিয়েছে সংস্থাটি।
কয়েকদিন ধরেই সারাদেশে হাড় কাঁপাচ্ছে শীত। রাত থেকে শুরু করে দিনের অধিকাংশ সময় কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। ঘনকুয়াশার কারণে দেখা মিলছে না সূর্যের। দেশেও কোথাও কিছু সময়ের জন্য সূর্য উঁকি দিলেও তা উত্তাপ ছড়াতে পারছে না।
শীতের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। অসহায় মানুষেরা কাজের জন্য ছুটতে পারছেন না। সহায়তার জন্য আবেদন করেছেন তারা।