মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪, ০১:২২:১২

লাইসেন্স না থাকা সব হাসপাতাল-ক্লিনিক বন্ধের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

লাইসেন্স না থাকা সব হাসপাতাল-ক্লিনিক বন্ধের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

এমটিনিউজ২৪ ডেস্ক : লাইসেন্স না থাকা সারাদেশের সব হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে নিজ কার্যালয়ে এমন নির্দেশ দেন তিনি।

মন্ত্রী বলেছেন, লাইসেন্স ছাড়া হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিকগুলোকে নিজেদেরই বন্ধ করতে হবে। নয়তো কঠিন পদক্ষেপ নেবে মন্ত্রণালয়।

এ সময় ইউনাইটেড মেডিকেল কলেজে খতনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর বিষয়েও কথা বলেন তিনি। সামন্ত লাল বলেন, আয়ানের মৃত্যুর ঘটনায় কমিটির প্রতিবেদন সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এমন কার্যক্রম সমর্থনযোগ্য নয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে