নিউজ ডেস্ক : তুমি শুধু পিছলে যেতে চাও। এদিকে আসো সই করো। গত রোববার জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠকে সংসদ সদস্য আবু হোসেন বাবলা শেষ মুহূর্তে হাজির হলে তাকে উদ্দেশ্য করে এসব কথা বলেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
জাতীয় পার্টির একাধিক এমপি’র সঙ্গে আলাপ করে জানা গেছে, ২০ জন এমপি সংসদীয় দলের বৈঠকে উপস্থিত ছিলেন। তারা জাতীয় পার্টির ১ নম্বর কো-চেয়ারম্যান হিসেবে রওশন এরশাদকে স্থান দিতে পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের প্রতি দাবি জানান।
তারা বলেন, রওশন এরশাদকে ১ নন্বর কো-চেয়ারম্যান না করলে জাতীয় পার্টির কোনো সভা-সমাবেশে এমপিরা অংশ নেবে না। বৈঠক যখন প্রায় শেষ হতে যাচ্ছে তখন আবু হোসেন বাবলা উপস্থিত হন। তখনই তাকে উদ্দেশ্য করে বিরোধীদলীয় নেতা কিছু কথা বলেন। বাবলা শুধু জি ম্যাডাম বলে খাতায় সই করেন। -মানবজমিন
৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস