সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪, ১০:০২:৩৮

বিরাট এক সুখবর বিকাশ গ্রাহকদের জন্য

বিরাট এক সুখবর বিকাশ গ্রাহকদের জন্য

এমটিনিউজ২৪ ডেস্ক : বিরাট এক সুখবর বিকাশ গ্রাহকদের জন্য! বিকাশ থেকে যেকোনো রবি ও এয়ারটেল নাম্বারে রিচার্জে লাখপতি অফার। এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে হলে গ্রাহককে যেকোনো রবি ও এয়ারটেল নাম্বারে (প্রিপেইড, পোস্টপেইড) সর্বোচ্চ অ্যামাউন্ট রিচার্জ বিকাশ করতে হবে। 

যেকোনো রবি ও এয়ারটেল নাম্বারে সর্বোচ্চ অ্যামাউন্ট রিচার্জের ভিত্তিতে প্রতিদিন শীর্ষ ৩০০ জন বিকাশ গ্রাহক বিজয়ী হিসেবে নির্বাচিত হবেন এবং অফার চলাকালীন ১ জন শীর্ষ রিচার্জকারী ১,০০,০০০ টাকা ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন।

অফারের মেয়াদ : ২২ থেকে ২৫ জানুয়ারি ২০২৪ পর্যন্ত

অফারের বিস্তারিত : ডেইলি প্রাইজ অফারের বিস্তারিত যেকোনো রবি ও এয়ারটেল নাম্বারে সর্বোচ্চ অ্যামাউন্ট রিচার্জ করার ভিত্তিতে প্রতিদিন শীর্ষ ৩০০ জন রিচার্জকারী বিকাশ গ্রাহক বিজয়ী হিসেবে নির্বাচিত হবেন এবং  ক্যাশব্যাক অ্যামাউন্ট পুরস্কার হিসেবে পাবেন-

মেগা প্রাইজ অফারের বিস্তারিত :

এই ক্যাম্পেইনের মাধ্যমে শীর্ষ রিচার্জকারী ১ জন বিকাশ গ্রাহক, যেকোনো রবি ও এয়ারটেল নাম্বারে অফার চলাকালীন সর্বোচ্চ অ্যামাউন্ট রিচার্জের ভিত্তিতে মেগা বিজয়ী হিসেবে নির্বাচিত হবেন, যিনি ১,০০,০০০ টাকা ক্যাশব্যাক পাবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে