রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:১৮:০৭

বিএনপি-আ.লীগ সংঘর্ষে ১ জনের মৃত্যু

বিএনপি-আ.লীগ সংঘর্ষে ১ জনের মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজশাহীর দুর্গাপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে ফেরদৌসী বেগম (৫৫) নামের এক নারী নিহতের ঘটনায় ১৩ জন ও পালটা মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

তবে আসামিপক্ষ বাদী হয়ে থানায় পৃথক একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন। যে মামলায় আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। পালটাপালটি এ মামলায় দুর্গাপুরের ক্ষিদ্র লক্ষ্মীপুর গ্রামটি প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে।

দুর্গাপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি রাতে নিহত ফেরদৌসী বেগমের ভাই গোলাম মোস্তফা বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১২ জনসহ মোট ২৯ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন। হত্যা মামলায় পুলিশ বিএনপি নেতা মামুনুর রশিদ মামুনসহ তার ১৩ অনুসারীকে গ্রেফতার করেছে। অন্যদিকে হত্যা মামলা রুজুর দিনই পুলিশ পৃথক একটি কাউন্টার মামলা রেকর্ড করেন। কাউন্টার মামলায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের রোববার আদালতে চালান করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার ক্ষিদ্র লক্ষ্মীপুর গ্রামে জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে শনিবার সকাল সাড়ে ১০টায় দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় ফেরদৌসী বেগম নিহত হন। এ ঘটনায় আহত হন ২০ জন।

এলাকাবাসী আরও জানান, এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রিয়াজুল ইসলামের দখলে থাকা কিছু জমি পালটা দখল করতে লাঠিসোটা নিয়ে হামলা চালায় স্থানীয় বিএনপি নেতা মামুনুর রশিদ মামুনের লোকজন। এতে এক নারী নিহত ও উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

দুর্গাপুর থানার ওসি দুরুল হোদা বলেন, দুপক্ষই মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে