মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪, ১২:১৯:১২

শীত কবে কমবে?

শীত কবে কমবে?

এমটিনিউজ২৪ ডেস্ক : প্রচলিত আছে মাঘের হাড় কাঁপানো শীতে নাকি বাঘও পালিয়ে যায়। এই প্রবচনটি যেন বাস্তবে প্রকাশ পেতে যাচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় ঠান্ডা কিছুটা কমলেও উত্তরাঞ্চলে তীব্র শীত জানান দিচ্ছে, এখন চলছে মাঘ মাস। 

নেই সূর্যের দেখা। জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ অবস্থায় দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। পাঁচ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। একই সঙ্গে অন্য জেলায় কিছুটা কমবে তাপমাত্রা।

আবহাওয়া অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে এমনটা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার কাছের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

প্রথম ৪৮ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষ ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে হালকা কিংবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। কিশোরগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে।

কুয়াশার বিষয়ে বলা হয়েছে, তিনদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, তা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে। ফলে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন ও সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, প্রথম ২৪ ঘণ্টায় উত্তর-উত্তরপূর্বাঞ্চলের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। দেশের অন্য জায়গায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

পরের ২৪ ঘণ্টায় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। শেষ ২৪ ঘণ্টায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় প্রথমার্ধে তাপমাত্রা হ্রাস পেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে