এমটিনিউজ২৪ ডেস্ক : যশোরের বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে রইস উদ্দীন নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করে এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজিবি।
গতকাল সোমবার রাতে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানিয়েছেন। নিহত রইস উদ্দিনের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।
বিজ্ঞাপ্তিতে বলা হয়, সোমবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে বিজিবি যশোর ব্যাটালিয়নের ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্টসংলগ্ন এলাকায় ভারত থেকে আসা গরু চোরাকারবারীদের সীমান্ত অতিক্রম করে আসতে দেখে বিজিবির টহল দল তাঁদের ‘চ্যালেঞ্জ’ করে। চোরাকারবারিরা তখন দৌড়ে ভারতের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় বিজিবি টহল দলের সদস্য সিপাহী মোহাম্মদ রইস উদ্দীন চোরাকারবারীদের পিছনে ধাওয়া করতে করতে ঘন কুয়াশার কারণে দলবিচ্ছিন্ন হয়ে পড়েন। এরপর তাঁকে খুঁজে পাওয়া যায়নি।
পরে বিভিন্ন মাধ্যমে জানা যায়, সে বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল বলেন, সিপাহী রইস উদ্দীনের মরদেহ দ্রুত দেশে আনার জন্য সব পর্যায়ে যোগাযোগ করা হচ্ছে।