মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪, ০১:৩১:১৬

বিশাল ছাড়ের যে সুখবর দিল বিমান বাংলাদেশ

বিশাল ছাড়ের যে সুখবর দিল বিমান বাংলাদেশ

এমটিনিউজ২৪ ডেস্ক : সুখবর, বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) উপলক্ষে উড়োজাহাজ টিকিটে ১৫ শতাংশ ছাড় দেয়ার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমানের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, আগামী ১-৩ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশের অন্যতম বৃহত্তম পর্যটন মেলা ‘১২তম বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৪’ অনুষ্ঠিত হবে। এই মেলায় বিমানের সব গন্তব্যের টিকিটে ১৫ শতাংশ ছাড় দেয়া হবে।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত বিটিটিএফের টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মেলায় দেশি-বিদেশি প্রায় ১০০টি সংস্থা ও প্রতিষ্ঠান ১৫০টি বুথ এবং প্যাভিলিয়নে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে