ঢাকা : দেশের গণতন্ত্র বিপন্ন দাবী করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচিত নয় এমন সরকারের দুঃশাসনে মানুষের জীবন আজ দুর্বিষহ হয়ে উঠেছে। বিপন্ন গনতন্ত্র রক্ষায় তিনি সবাইকে ঐকবদ্ধ হওয়ার আহ্বানও জানান।
আজ (মঙ্গল বার) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেন, গণতন্ত্র, এই রাষ্ট্র সর্বোপরি এই জনপদ এক গভীর রাজনৈতিক সঙ্কটে আচ্ছন্ন।
মির্জা আলমগীর বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। পুলিশের আচরণে মানুষ আতঙ্কিত। তারপরও পুলিশ প্রধান বলছেন, তাদের দায় পুলিশ বাহিনী নিবে না। তাহলে নির্যাতিত মানুষ কার কাছে যাবেন?
তিনি বলেন, এ সরকার গণতন্ত্র হত্যা করেছে। বাক, ব্যক্তি স্বাধীনতা ও ভোটের অধিকার কেড়ে নিয়েছে। মিডিয়াকে ন্যক্কারজনকভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। সাংবাদিকরা স্বাধীনভাবে লিখতে পারছেন না। কেউ লিখতে চাইলে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। সাংবাদিকদের অধিকার খর্ব করা হয়েছে। সর্বক্ষেত্রে দুর্নীতি জেঁকে বসেছে।
সম্মেলনে জেলার ৬ উপজেলার শ’ শ’ নেতাকর্মী অংশ গ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মো. মসিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, জাসাস সাধারণ সম্পাদক মনির খান, সাবেক এমপি শহিদুজ্জামান বেল্টু, সাবেক এমপি আব্দুল ওহাব, ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, হরিণাকুন্ডু বিএনপির সভাপতি এড এম এ মজিদ, বিএনপি নেতা জাহিদুজ্জামান মনা, আব্দুল মজিদ বিশ্বাস, এড মুন্সি কামাল আজাদ পান্নু, এড আব্দুল আলীম ও আরিফুল ইসলাম আনন প্রমুখ বক্তব্য রাখেন।
০৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন