মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:৫৩:০৪

মন্ত্রিসভায় থাকবে না জাপা : ফিরোজ রশীদ

মন্ত্রিসভায় থাকবে না জাপা : ফিরোজ রশীদ

নিউজ ডেস্ক : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ বলেছেন, সরকারের মন্ত্রিসভায় থাকবে না জাতীয় পার্টি।  শিগগিরই সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবে জাতীয় পার্টি।

তিনি বলেন, জাতীয় পার্টিতে কোনো ভাঙন নেই।  দলের চেয়ারম্যানের সিদ্ধান্তই চূড়ান্ত।  

জাতিসংঘের আইপিইউ সেমিনারে বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য হিসেবে অংশ নিতে এসে নিউইয়র্কে বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে  এসব কথা বলেন তিনি।  

জাতিসংঘে সোমবার অনুষ্ঠিত দুদিনব্যাপী ইন্টার পার্ল্টামেন্টারি ইউনিয়ন-আইপিইউর মাদক বিষয়ক শুনানিতে বাংলাদেশের প্রতিনিধি দলের হয়ে অংশ নেন তিনি।

কাজী ফিরোজ রশীদ বলেন, জাপা সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেই পরিচালিত হচ্ছে।  পার্টির চেয়ারম্যান ও প্রেসিডিয়াম সিদ্ধান্তকেই আমরা মেনে নিতে বাধ্য।  

জাতীয় পার্টি ও দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বিভিন্ন সময়ে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে থাকেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচন ইস্যুতে বিরোধী দলের পাশাপাশি সরকারের মন্ত্রিসভায় জাপার অংশগ্রহণ দেহ য়তো ভালো চোখে দেখেনি দেশের জনগণ।  কারণ তারা এ বিষয়টি আগে কখনো দেখেনি।

তিনি বলেন, খুব শিগগিরই সরকারের মন্ত্রিসভা থেকে জাপার বেরিয়ে আসার যে সিদ্ধান্ত প্রেসিডিয়াম বৈঠকে হয়েছে তা আমরা মেনে নিয়েছি।

কাজী ফিরোজ রশীদ বলেন, দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের মধ্যে পার্টির স্বার্থে কোনো মতবিরোধ নেই।  আগামী কাউন্সিলে নেতাকর্মীরাদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।  

কো-চেয়ারম্যান ও মহাসিচব বিষয়টির ওপর গুরুত্ব দিচ্ছেন বলে জানান তিনি।
৯ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে