নিউজ ডেস্ক : আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করায় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে লক্ষ্মীপুর ও খুলনায় দেড়শ’ কোটি টাকার মানহানির মামলা হয়েছে।
আট বছর আগে সেনাবাহিনী নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ডেইলি স্টারে প্রকাশিত এক সংবাদ ও সেটি নিয়ে পত্রিকাটির সম্পাদকের এক মন্তব্যকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ও সংসদসহ বিভিন্ন মাধ্যমে তুমুল তুলকালাম চলার ভেতরেই লক্ষ্মীপুর ও খুলনায় এ মামলা করা হলো।
এ ঘটনা নিয়ে গোটা দেশেই ব্যাপক প্রতিবাদ ও বিক্ষোভ চলছে। সর্বশেষ রোববার জাতীয় সংসদে মাহফুজ আনামের বিরুদ্ধে বিচারের দাবি জানান সংসদ সদস্যরা।
ওই সংবাদ প্রকাশের বিষয়ে পত্রিকাটির সম্পাদক মাহফুজ আনাম স্বীকার করেছেন, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) সরবরাহ করা ‘শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির খবর’যাচাই ছাড়া প্রকাশ করে সাংবাদিকতা জীবনের সবচেয়ে বড় ভুল করেছেন।
ওই সংবাদ প্রকাশে শেখ হাসিনার মানহানি ঘটায় মঙ্গলবার লক্ষ্মীপুরে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেন জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুনবী সোহেল। খুলনায় ১০০ কোটি টাকার মানহানির মামলাটি করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সাগর।
ওইদিন সকালে লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন সোহেল। খুলনার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন সাগর।
প্রসঙ্গত, ডেইলি স্টারের ২৫ বছর পূর্তি উপলক্ষে ৪ ফেব্রুয়ারি রাতে বেসরকারি টেলিভিশন এটিএন নিউজে এক আলোচনা অনুষ্ঠানে প্রশ্নের মুখে মাহফুজ আনাম অকপটে এ স্বীকারোক্তি দেন।
বুধবার রাতে অনুষ্ঠান প্রচারের পরপরই তা ছড়িয়ে পড়ে ইউটিউব ও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে। এ নিয়ে তুমুল আলোচনা ও সমালোচনার ঝড় বইতে শুরু করে। গণমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়ে প্রথম আলো ও ডেইলি স্টার।
৯ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম