মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:১১:৪৫

‘কনকর্ডের ১৮তলা ভবন এতিমখানাই পাচ্ছে’

‘কনকর্ডের ১৮তলা ভবন এতিমখানাই পাচ্ছে’

ঢাকা :  রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার জায়গায় কনকর্ডের তৈরি ১৮ তলা ভবন ৩০ দিনের মধ্যে এতিমখানাকে হস্তান্তরের নির্দেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি।

আগামী ৩০ দিনের মধ্যে এ ভবন ও সম্পত্তি এতিমখানাকে বুঝিয়ে দিতে হবে।

চেম্বার বিচারপতি মোহাম্মাদ ইমান আলী মঙ্গলবার এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। কনকর্ডের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শফিক আহমেদ।  রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।

রিটকারীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আসাদুজ্জামান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এক রায়ে এতিমখানার সম্পত্তি কনকর্ডের কাছে হস্তান্তর সম্পর্কিত দলিলগুলো বাতিল ঘোষণাসহ কনকর্ডের তৈরি ১৮ তলা ভবনটি ৩০ দিনের মধ্যে এতিমখানাকে বুঝিয়ে দিতে নির্দেশ দেন।

ওই রায়ের স্থগিতাদেশ চেয়ে মঙ্গলবার কনকর্ড কর্তৃপক্ষ একটি আবেদন করেন।  শুনানি শেষে চেম্বার বিচারপতি ‘আউট অব লিস্ট’ অর্থাৎ হাইকোর্টর রায়ই বহাল থাকল বলে আদেশ দেন।
২২ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে