মঙ্গলবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:৪৮:৫১

মন্ত্রিত্ব করেন, কিন্তু দালালি করবেন না : ড. কামাল

মন্ত্রিত্ব করেন, কিন্তু দালালি করবেন না : ড. কামাল

নিউজ ডেস্ক : সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, আমি সারাজীবন দল করেছি, মন্ত্রী হয়েছি, কিন্তু সুপ্রিমকোর্টে এসে কখনো দলীয় পরিচয় দেইনি।  আপনারা মন্ত্রিত্ব করেন, কিন্তু দালালি করবেন না। আত্মসম্মানবোধ বজায় রেখে অর্থ উপার্জন করুন।  

মঙ্গলবার সুপ্রিমকোর্ট বার মিলনাতনে ‘বিচার বিভাগের স্বাধীনতা ও বিরাজমান পরিস্থিতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. কামাল বলেন, সুপ্রিমকোর্ট কোনো বিশেষ ব্যক্তির নয়, জনগণের। সংবিধানকে সমুন্নত রাখা এবং দেশের ১৬ কোটি মানুষের অধিকার রক্ষার জন্যই সুপ্রিমকোর্টের সৃষ্টি।  সুপ্রিমকোর্ট ও সংবিধানকে যারা ধ্বংসের চেষ্টা করছেন তাদের ক্ষমা করবে না জনগণ।

তিনি বলেন, বিচারক ও সরকারি কৌঁসুলি হওয়ার জন্য কি দলের দালালি করতে হবে? বিবেক ও চিন্তা শক্তির ওপর নির্ভর করে আইন পেশা পরিচালনা করুন।  যদি তা না পারেন তাহলে এ পেশা ছেড়ে দিন।  এ পেশায় থেকে অসংখ্য লোককে আইনি সাহায্য দিয়েছি, কখনো প্রতিদান চাইনি।

ড. কামাল বলেন, কিছু কিছু জজ যদি কুকর্ম করে থাকে তাদের হাত থেকে বিচার বিভাগ ও সংবিধানকে রক্ষা করতে হবে।  অনেক আইনজীবী আছেন যারা কোটি টাকা নিয়ে জামিন এনে দেন।  তারা আইনজীবী নন, তারা ভাগাড়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
৯ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে