ঢাকা: স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটিকে শিশুদের উপযোগী করে প্রকাশ করা শুরু হয়েছে। মূল গ্রন্থটি শিশুদের জন্য পড়াটা কঠিন, সে কারণেই শিশুদের কাছে গ্রহণযোগ্য করতেই এই উদ্যোগ।
গ্রাফিক নভেল হিসাবে বাজারে ছাড়া হচ্ছে এটি। প্রকাশনা প্রতিষ্ঠানও বলছে গ্রাফিক নভেল। এ বইয়ের মাধ্যমে ছোট্ট শিশুরা সহজভাবে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনকে জানবে, চিনবে। বইটি প্রকাশ করছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন- সিআরআই। প্রকাশনা প্রতিষ্ঠান সিরিজ বইটির নাম দিয়েছে ‘মুজিব’।
বইটির প্রকাশক বঙ্গবন্ধুর নাতি শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। মূল গ্রন্থটিকে অবলম্বন করেই এ বইটি সাজানো হচ্ছে। সম্পাদনা করছেন শিবু কুমার শীল। গ্রাফিক ডিজাইন ও চিত্রন করেছেন সৈয়দ রাশাদ ইমাম তন্ময় ও এ বি এম সালাহউদ্দিন শুভ।
প্রথম খণ্ডটি গেল বছর বঙ্গবন্ধুর ৯৬তম জন্মদিনে প্রকাশ করা হয়, বইমেলায় সিআরআই-এর স্টলে। বাংলা একাডেমি অংশে স্টল নম্বর-১০০/জ। এবছর দ্বিতীয় খণ্ডটি প্রকাশ করা হবে। আগামী শনিবার বইমেলায় শিশু প্রহরে সকাল ১১টায় দ্বিতীয় খণ্ডটির মোড়ক উন্মোচন করা হবে।
১০ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম