রাবি: সৃজনশীল মানুষগড়ার আন্দোলন স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর মিছিল’-এর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে মাসব্যাপি রচনা প্রতিযোগিতা। প্রতিযোগিতার বিষয় ‘বাংলাদেশের জাতীয় পতাকা’।
উক্ত রচনা প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর মিছিল’-এর সাংগঠনিক সম্পাদক (রাবি) ও দর্শন বিভাগের ২য় বর্ষের ছাত্র আমান আল মাহমুদ রাজীবের ( সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। অথবা রাজীব (০১৭৯৯৬৩৭০৭৪)।
প্রসঙ্গত, ‘আলোর মিছিল’-এর নির্বাহী পরিচালক রাজশাহীর বাঘার আলোকিত যুবক বইপ্রেমী জুবায়ের আল মাহমুদ রাসেল ২০১১ সাল থেকে সৃজনশীল মানুষগড়ার জন্য বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে বই পড়া ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় একটি আন্দোলন গড়ে তুলেন। প্রতি বছর তিনি সেই সব বিদ্যালয়গুলোর পাঠকদের মেধামূল্যায়ন পরীক্ষাও নিয়ে থাকেন। এ বছরও নিচ্ছেন। এ বছর তিনি সেইসব বিদ্যালয়গুলো নিয়ে আন্তঃবিদ্যালয় রচনা প্রতিযোগিতা শুরু করেছেন। এবার প্রতিযোগিতায় অংশ নিচ্ছে রাজশাহীর বাঘা-চারঘাট ও নাটোরের লালপুর-বাগাতিপাড়া উপজেলার মোট ৪১টি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থী।
রাসেল তার এই সৃজনশীল আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে দেয়ার জন্য তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গড়ে তুলেন ‘আলোর মিছিল’ এর বই পড়ার আন্দোলন। তারই অংশ হিসেবে গত বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়েও শুরু হয়েছে বই পড়ার আন্দোলন। আর সেই ‘আলোর মিছিল’-এর উদ্যোগেই এবার আয়োজন করা হয়েছে এই রচনা প্রতিযোগিতা।
উল্লেখ্য, সৃজনশীল এই যুবককে নিয়ে গত বছর এমটিনিউজ২৪-এ ‘বিনা পয়সায় বই বিলিয়ে জ্ঞানের আলো ছড়াচ্ছেন বাঘার এক যুবক’ ও ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করছে বাঘার সেই যুবক’ শিরোনামে দুটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়।
চলতি বছরের ২৮ জানুয়ারি ‘বাঘার সেই যুবকের জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্ব শান্তির মডেল’ ও ২ ফেব্রুয়ারি ‘প্রধানমন্ত্রীকে আজ আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠালেন বাঘার সেই যুবক’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশিত হয়।
১০ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম