ঢাকা: এবার এক যাত্রীর পেটে প্রায় এক কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। মঙ্গলবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রোমান তালুকদার (৩৫) নামের এক যাত্রীর পেট থেকে ওই স্বর্ণ আটক করা হয়।
এ প্রসঙ্গে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক জাকারিয়া জানান, মঙ্গলবার সন্ধ্যায় কুয়ালামপুর থেকে একটি ফ্ল্যাইট (বিজি-০১৮৭) ঢাকায় আসে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই ফ্ল্যাইটের যাত্রী রোমানকে আটক করা হয়।
প্রথমে স্ক্যানিং করে ও পরে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হলে রোমানের পেটে মেটালের অস্তিত্ব রয়েছে বলে নিশ্চিত হওয়া যায়। পরে উত্তরার একটি ক্লিনিকে নিয়ে রোমানের পেটের এক্স-রে করলে স্বর্ণের বিষয়টি জানা যায়।
রোমানকে সাধারণ পদ্ধতিতে (পায়ু পথে) পেট থেকে বের করার জন্য উৎসাহিত করা হচ্ছে। না হলে চিকিৎসক দিয়ে অস্ত্রোপচারের মাধ্যমে স্বর্ণগুলো বের করা হবে বলে জানান জাকারিয়া।
এই সহকারী পরিচালক আরো জানান, আটক যাত্রী রোমান জিজ্ঞাসাবাদে জানিয়েছেন- তার পেটে ৯টি স্বর্ণের বার রয়েছে। যার ওজন প্রায় এক কেজি।
১০ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম