ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির দুই মামলায় আগামীকাল বৃহস্পতিবার আদালতে যাচ্ছেন না।
বুধবার সকালে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া জানিয়েছেন, অসুস্থতার কারণে তিনি আদালতে যাবেন না।
ঢাকার বকশীবাজার এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী ভবনে বিশেষ এজলাসে এ দুই মামলার বিচারকাজ চলছে। ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক হলেন আবু আহমেদ জমাদার। এ দুই মামলায় বিচারকাজ এখন শেষ পর্যায়ে রয়েছে।
১০ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম