ঢাকা: দেশে গণতন্ত্র ও আইনের শাসন নেই। রাজনীতিতে এখন চোর ও সন্ত্রাসীদের আধিপত্য বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি, সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী।
মঙ্গলবার বিকেলে নাটোর জেলার বিভিন্ন দলের নেতাকর্মীদের বিকল্পধারায় যোগদান উপলক্ষে দলের কুড়িল বিশ্বরোডের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
বি চৌধুরী বলেন, ‘সৎ মানুষদের রাজনীতিতে অংশগ্রহণ পারে দেশকে এই সংকটাপন্ন অবস্থা থেকে মুক্তি দিতে। এছাড়া কোন বিকল্প নেই।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, সাম্প্রতিক সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচনও অবাধ-সুষ্ঠু হয়নি। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিবিঘ্ন হতে দিন।’
সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের পর রায় লেখা নিয়ে প্রধান বিচারপতির মতামতের উল্লেখ করে তিনি বলেন, ‘এ বিষয়টি নিয়ে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির সংবাদ সম্মেলন করা নজিরবিহীন।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরীসহ অনেকে।
১০ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম