বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:৩৫:২৬

‘দেশকে এগিয়ে নিতে গবেষণার উপর বেশি গুরুত্ব দিয়েছি’

‘দেশকে এগিয়ে নিতে গবেষণার উপর বেশি গুরুত্ব দিয়েছি’

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গবেষণা ছাড়া কোনো দেশ উন্নত করা সম্ভব নয়। এজন্য আমরা গবেষণার উপর বেশি গুরুত্ব দিয়েছি। বর্তমানের আমাদের কৃষি জমি কমলেও খাদ্য উৎপাদন কমেনি। এটি সম্ভব হয়েছে গবেষণার জন্য।

বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু ফেলোশিপ এবং গবেষকদের বিশেষ অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ গতে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য। ৯৬-তে সরকার গঠনের পর আমরা গবেষণার জন্য অনেককেই বাইরে পাঠাই। কিন্তু বিএনপি এসে সেগুলো বন্ধ করে দেয়। ভবিষ্যতে এরকম যাতে না হয় তাই আমরা একটি ট্রাস্ট গঠনের সিদ্ধান্ত নিয়েছি।
১০ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে