বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:৫৭:২৯

বিচারপতিদের নিয়ম-নীতি মেনে চলার পরামর্শ দিলেন প্রধান বিচারপতি

বিচারপতিদের নিয়ম-নীতি মেনে চলার পরামর্শ দিলেন প্রধান বিচারপতি

ঢাকা: অবসরপ্রাপ্ত ও দায়িত্ব পালনরত সব বিচারপতিদের নিয়ম-নীতি মেনে চলার পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি এস কে সিনহা।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর আইনজীবী হিসেবে নিযুক্ত হাইকোর্ট বিভাগের সদ্য বিদায়ী বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে উদ্দেশ্য করে সব বিচারপতিদের এ পরামর্শ দেন।

অবসর গ্রহণের পর অনেক বিচারপতিই আছেন যারা হাইকোর্টে বিভাগে প্র্যাকটিস করছেন। তবে অবসর গ্রহণের কতদিন পর একজন বিচারপতি আদালতে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করার সুযোগ পাবেন এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো আইন নেই।

বুধবার মীর কাশেমের আপিল মামলা শুনানিতে এলে তার আইনজীবী হিসেবে নজরুল ইসলাম আপিল বিভাগে পেপারবুক পড়ে শোনান। অবশ্য তার আগে কিছুক্ষণ মীর কাশেমের অন্য এক আইনজীবী এসএম শাহজাহান কিছু সময় পেপারবুক পড়েন। অপরদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
১০ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে