ঢাকা: আসন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে বিধি ভঙ্গের দায়ে কোন প্রার্থীর প্রার্থীতা বাতিল করতে পারবে না নির্বাচন কমিশন।
মঙ্গলবার আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে আসা নতুন আচরণ বিধিমালায় ‘কমিশন কর্তৃক প্রার্থিতা বাতিল’ ধারাটি বাদ দেয়া হয়েছে। যদিও প্রথমবার দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত পৌরসভার নির্বাচনে আচরণ বিধিতে ‘কমিশন কর্তৃক প্রার্থিতা বাতিল’ ধারাটি বহাল রয়েছে। তবে জাতীয় সংসদ এবং স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচনেও প্রার্থিতা বাতিলের সুযোগ রয়েছে কমিশনের।
এ বিষয়ে ইসি সচিবালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, ‘বিধিমালা দুইটি আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে কমিশনে এসেছে। তবে আইনে নেই বলে বিধিমালা থেকে কমিশন কর্তৃক প্রার্থিতা বাতিল বিধানটি বাদ দিয়েছে মন্ত্রণালয়।’
১০ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম