ঢাকা : বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে আজ রাতে বৈঠকে বসবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজ দিবাগত রাত সাড়ে ৮টায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।
বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির ষষ্ঠ কাউন্সিল, ইউনিয়ন পরিষদ নির্বাচন, সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়ার অগ্রগতিসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
১০ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম