ঢাকা : নির্বাচনের উপযোগী ১০টি পৌরসভায় আগামী ২০ মার্চ রোববার ভোট গ্রহণ করা হবে বলে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার এসব পৌরসভার তফসিল ঘোষণা করেছে ইসি।
১০টি পৌরসভা হলো রংপুরের হারাগাছ, ব্রাহ্মণবাড়িয়া, ঝালকাঠি, নোয়াখালীর কবিরহাট, কুমিল্লার নাঙ্গলকোট, ফরিদপুরের ভাঙ্গা, কক্সবাজারের চকরিয়া ও মহেশখালী, ঝিনাইদহের কালিগঞ্জ ও ফেনীর সোনাগাজী।
কমিশন সচিবালয়ের উপসচিব সামসুল আলমের স্বাক্ষর করা এ সম্পর্কিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ২২ ফেব্রুয়ারি।
মনোনয়নপত্র বাছাই ২৪ ও ২৫ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৪ মার্চ।
এর আগে গত ৩০ ডিসেম্বর দেশের ২৩৪ পৌরসভায় প্রথমবারের মতো দলীয় প্রতীকে পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়।
১০ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম