বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:৫৯:৪২

লজ্জায় আমার মাথা কাটা যায় : এরশাদ

লজ্জায় আমার মাথা কাটা যায় : এরশাদ

ঢাকা : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টিকে নিয়ে মানুষ হাসি-ঠাট্টা করে।  লজ্জায় আমার মাথা কাটা যায়।  অপমানে আমি মুখ দেখাতে পারি না।  

বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে দলের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, কয়েকদিন আগে মেয়র নির্বাচন হলো।  মানুষ বলে আপনাদের ভোট দেব কেন? আপনারা তো সরকারের অংশ।  ৪০০ পৌরসভায় মাত্র ১টা মেয়র পদ পেয়েছি।  আমি সবচেয়ে দুঃখ পাই।

তিনি বলেন, যে জাতীয় পার্টি ক্ষমতায় ছিল ৯ বছর, সে পার্টি মাত্র ১টি আসন পায়।  এর চেয়ে লজ্জা আর কি আছে।  ক্ষমতার ছেড়ে দেয়ার পর লাঙ্গল কোথাও ছিল না।  এখন মানুষ লাঙ্গল চায়।  লাঙ্গলকে ভোট দিতে সুযোগ সৃষ্টি হয়েছে।

এরশাদ বলেন, আমরা ক্ষমতায় আসলে মুক্তি পাবে মানুষ।  জাতীয় পার্টি ক্ষমতায় থাকতে মানুষের প্রতি অবিচার করিনি।  মানুষ খুন করিনি। টেন্ডারবাজি করিনি।  এতদিন মনে হয়েছে ১৫১ সিট পাওয়া অসম্ভব।  কিন্তু এখন মনে হচ্ছে সম্ভব।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রুহল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সাইদুর রহমান টেপা প্রমুখ।
১০ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে