বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:১৬:০৯

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

ঢাকা : বর্তমানে আন্তর্জাতিক বাজারে বৃদ্ধি পেয়েছে স্বর্ণের দাম। সেই প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। যার ফলে দেশের বাজারে বৃদ্ধি করা হয়েছে স্বর্ণের মূল্য।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বিভিন্ন ধরনের স্বর্ণের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে প্রতি ভরি স্বর্ণের দাম বৃদ্ধি পাচ্ছে ১ হাজার ৮২৪ টাকা।

বৃহস্পতিবার বাজুসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী শনিবার (১৩ ফেব্রুয়ারি) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনা কাল থেকে বিক্রি হবে ৪৪ হাজার ৯৪৬ টাকায়। যা এখন বিক্রি হচ্ছে ৪৩ হাজার ১৪০ টাকায়।
১১ ফেব্রুয়ারি, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে