ঢাকা: মাদরাসা বোর্ডের নিবন্ধনকৃত ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের একটাই দাবি। তা হলো তাদের জাতীয় স্কেল অনুযায়ি বেতন প্রদান করতে হবে।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ এ দাবি জানান বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতি। তারা জানিয়েছেন ৩০ বছর ধরে তারা জাতীয় স্কেলের বেতনবঞ্চিত। সমাবেশ শেষে প্রধানমন্ত্রী অভিমুখে পদযাত্রাসহ স্মারকলিপি প্রদান করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, ‘শিক্ষামন্ত্রী তাদের বেতনের ব্যাপারে এর আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেসব আজ পর্যন্ত বাস্তবায়ন না হওয়ায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা আজ হতাশ। তাই আজ আমরা শিক্ষক সমাবেশ ও মিছিলসহ মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিতে বাধ্য হয়েছি।’
উক্ত সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনে সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম হিরন, শাহজাহান আলী, বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির মহাসচিব সাগর আহমেদ শাহীনসহ আরও অনেকে।
১১ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম