বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:০৭:১৭

চার মাসে ৩ লাখ

চার মাসে ৩ লাখ

ঢাকা: রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা না ছাড়ানোয় অর্থমন্ত্রীর সাম্প্রতিক হতাশার মধ্যে বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি পাঠিয়েছেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান। ওই বিবৃতিতে জানানো হয়, চলতি অর্থবছরের বাকি ৪ মাসের মধ্যে আরও সোয়া তিন লাখ করদাতা খুঁজে বের করা হবে। এনবিআর এ লক্ষ্য নিয়ে কাজ করছে বলেও বিবৃতিতে তিনি জানান।

তিনি আরও জানান, ‘চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণ করতে নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে এনবিআর। সে তৎপরতার অংশ হিসেবে চলতি অর্থবছরে দেশব্যাপী ৩ লাখ ২০ হাজার নতুন করদাতাকে কর নেটে আনায়নের লক্ষ্যে জরিপ কার্যক্রম শুরু করা হয়েছে।”

২০১৫-১৬ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৩৭১ কোটি টাকা। প্রথম ছয় মাসে আদায় হয়েছে ৬৮ হাজার ৮৩ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৯ হাজার ১৫ কোটি টাকা কম।

এনিয়ে দুদিন আগেই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদে বলেছিলেন, “মোটামুটিভাবে এবার কর আদায় তেমন জোরদার হয়নি। কর প্রশাসনের দুর্বলতার কারণে এটা কিছুটা হয়েছে।”

অর্থমন্ত্রীর এমন বক্তব্যের পর পুরো অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে করদাতার সংখ্যা বাড়ানোর এই পদক্ষেপ নিয়েছে এনবিআর।
১১ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে