এমটিনিউজ২৪ ডেস্ক : বন্যা পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে সিলেট জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সুখবর, সভা থেকে আপাতত বন্যার আশঙ্কা না থাকলেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। অন্যদিকে সিটি মেয়রও জানান, আপাতত বন্যার আশঙ্কা নেই।
মঙ্গলবার (৭ মে) বিকেলে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সিলেটের জেলা প্রশাসক ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি শেখ রাসেল হাসানে সভাপতিত্বে সভায় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, এ মাসে সিলেটে একশো মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে এবং ভারতের চেরাপুঞ্জিতে ২৩৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়। এ বৃষ্টি বন্যার হওয়ার জন্য তেমন ক্ষতিকর না। তবে আকস্মিক বন্যা মোকাবিলায় আশ্রয়কেন্দ্র, ১৩০ মেডিকেল টিম পর্যাপ্ত ওষধ স্যালাইন প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে, সিলেট সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, আগাম বন্যা হওয়ার সম্ভাবনা কম। তবে, অপ্রত্যাশিত বন্যা হয়ে গেলেও সব ধরনের প্রস্তুতি রয়েছে সিসিকের। মঙ্গলবার দুপুরে নগরীর ক্বিণ ব্রিজ এলাকায় সুরমা নদী পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।