বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ১২:০৬:৪৭

এবার যে নতুন বার্তা অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধে

এবার যে নতুন বার্তা অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধে

এমটিনিউজ২৪ ডেস্ক : অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধের বিষয়ে গণশুনানিতে নতুন বার্তা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বুধবার বিটিআরসির গণশুনানিতে এ বার্তা দেওয়া হয়। সংস্থাটির কমিশনার প্রকৌশলী শেখ রিয়াজ আহমেদ বলেন, দেশে ব্যবহৃত অনিবন্ধিত মোবাইল ফোন নিয়ে গ্রাহকদের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈধভাবে যাচাই-বাছাইয়ের মাধ্যমে ফোন ক্রয় করা উচিত। বর্তমানে দেশের নেটওয়ার্কে নিবন্ধিত এবং অনিবন্ধিত উভয় ফোনই সচল রয়েছে। অবৈধ ফোনগুলো বন্ধের প্রয়োজন হলে গ্রাহকদের পর্যাপ্ত সময় দেওয়া হবে।

শেখ রিয়াজ আহমেদ বলেন, সরকার এবং বিটিআরসির পক্ষ থেকে আমি গ্রাহকদের অনুরোধ করবো, সবাই নিবন্ধনকৃত মোবাইল ফোন কিনুন। কারো কাছে অনিবন্ধিত মোবাইল ফোন থাকলে তারা যদি বিটিআরসিতে আসেন, তাহলে সেগুলো নিবন্ধনের ব্যবস্থা করে দেওয়া হবে। ফলে বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে