বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ১২:১২:৩৩

কখন হবে ৪৬তম বিসিএস প্রিলির ফল প্রকাশ? যা জানা গেল

কখন হবে ৪৬তম বিসিএস প্রিলির ফল প্রকাশ? যা জানা গেল

এমটিনিউজ২৪ ডেস্ক : ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করতে যাচ্ছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (৯ মে) এই বিসিএসের ফল প্রকাশ হতে পারে বলে জানা গেছে। যদি তাই হয়, তাহলে এটি হবে পিএসসির ফল প্রকাশের নতুন রেকর্ড।

জানা গেছে, ৪৬তম বিসিএসের ফল প্রকাশ করতে বৃহস্পতিবার সভা ডেকেছে পিএসসি।

পিএসসি সূত্র জানা গেছে, বৃহস্পতিবার ৪৬তম বিসিএসের ফল প্রকাশ করতে সভা ডাকা হয়েছে। বিকেল ৩টার পর এ সভা হওয়ার কথা রয়েছে। সভায় ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত হতে পারে।

ফল প্রকাশ হলে দ্রুত প্রিলির ফল প্রকাশের নতুন রেকর্ড গড়বে পিএসসি। এর আগে মাত্র ১৭ দিনে ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল।

এর আগে গত ২৬ এপ্রিল ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়। সকাল ১০টায় শুরু হয়ে পরীক্ষা শেষ হয় বেলা ১২টায়। এবার ৩ হাজার ১৪০টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ৩ লাখ ৩৮ হাজার। কিন্তু প্রিলিমিনারিতে অংশ নেন ২ লাখ ৫৪ হাজার ৫৬১ জন প্রার্থী।

পরীক্ষা শেষ হওয়ার পর পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন জানিয়েছিলেন, ‘৪৬তম বিসিএসের প্রিলিমিনারির ফল দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করা হবে। ৪৫তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ করতে যে সময় লেগেছিল, চেষ্টা করব এর চেয়েও কম সময়ের মধ্যে ফল প্রকাশ করার।’

উল্লেখ্য, বিভিন্ন ক্যাডারে ৩ হাজার ১৪০ জন নিয়োগ দিতে ২০২৩ সালের ৩০ নভেম্বর পিএসসি ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ হাজার ১৪০ পদের মধ্যে সবচেয়ে বেশি নেয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এতে বিসিএস সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন। এরপর সবচেয়ে বেশি নেয়া হবে শিক্ষা ক্যাডারে ৯২০ জন।

এছাড়া প্রশাসনে ২৭৪ জনকে, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, পরিবার পরিকল্পনায় ৪৯, মৎস্যে ২৬ ও গণপূর্তে ৬৫ জনকে নেয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে