নিউজ ডেস্ক : আবারো প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করেছে বিএনপি। দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির জন্য দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই আহ্বান জানান।
তিনি বলেন, মাহমুদুর রহমানকে কারাগারে রাখার জন্য সরকার নতুন করে ষড়যন্ত্রের বেড়াজাল তৈরি করেছে। ফলে রবিবার উচ্চ আদালত মাহমুদুর রহমানকে মুক্তি দিলেও সোমবার নতুন একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই পরিস্থিতিতে, মাহমুদুর রহমানের মুক্তির জন্য আমরা প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করছি।
সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী আরো বলেন, ক্ষমতাসীনরা নিম্ন আদালতকে নিজেদের কব্জায় নেওয়ার জন্য অনেক দিন ধরে ষড়যন্ত্র করছিল। আজ তাদের সেই ষড়যন্ত্রে সফল হয়েছে। নিম্ন আদালতকে তারা নিজেদের কব্জায় নিয়েছে।
রিজভী বলেন, এদেশে মৃত মানুষ ছাড়া কেউ সত্য কথা বলতে পারবে না। সত্য কথা বললে মাহমুদুর রহমানের মত অবস্থা হবে। বর্তমান সরকারের একটি নীতি আছে আর এই নীতি হলো, বিএনপিকে দাবিয়ে রাখা ও ধ্বংস করার নীতি।
তিনি আরো বলেন, ক্ষমতাসীনরা গণতন্ত্রকে সংঙ্কুচিত করে রেখেছে। ফলে যে কোনো সময় আমরা দুর্ঘটনার সম্মুখীন হতে পারি।
এসময় বিএনপির সাংগঠিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি প্রমুখ উপস্থিত ছিলেন।
১৫ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস