ঢাকা : ছাত্রদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে প্রত্যাশিত পদ না পেয়ে অসন্তুষ্ট ছিলেন ছাত্রদলের অনেক নেতা। কমিটি ঘোষণার পর অভিমানে অনেকেই বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়মুখী হননি।
গত ৬ ফেব্রুয়ারি সংগঠনের ৭৩৬ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়া।
পদ-পদবি নিয়ে অভিমান ভুলে সোমবার দুপুরে নয়াপল্টন কার্যালয়ের সামনে আসেন ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটির ৩০ নেতা। কার্যালয়ে সামনে অপেক্ষমান সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন তারা। উচ্ছ্বাসে বাঁধভাঙা জোয়ার ছাত্রদল নেতাদের মাঝে।
একাত্মতা ঘোষণার মধ্যদিয়ে সংগঠনটিতে পদ-পদবি নিয়ে চলমান সংকট কেটে যাবে বলে মনে করছেন বিএনপি নেতারা।
কার্যালয়ের সামনে এসে যারা একাত্মতা প্রকাশ করছেন তারা হলেন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মামুন বিল্লাহ, ইখতেয়ার কবির, আবদুর রহিম হাওলাদার সেতু, সহ-সাংগঠনিক শাকিরুল ইসলাম জাকির, যুগ্ম সম্পাদক শেখ কবির, যুগ্ম সম্পাদক এমএ মিলন, বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহাদাৎ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ, সদস্য এম এ মজিদ মানিক, শামীম, সহ-সম্পাদক মো. মাসুদ আলম, নাজমুল হুদা প্রমুখ।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তানভীর রেজা রুবেল, যুগ্ম সম্পাদক শহীদ মল্লিক, সাঈফ মাহমুদ জুয়েল, সহ-সাধারণ সম্পাদক মো. নাঈমসহ বিভিন্ন হলের নেতারাও একাত্মতা প্রকাশ করেছেন।
এতে সন্তোষ্টি প্রকাশ করেছেন নয়াপল্টনে উপস্থিত নবগঠিত বিভিন্ন ইউনিটের নেতারা। সরকারবিরোধী আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।
১৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম