সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:৫৪:৫৭

শঙ্কিত মীর কাসেম আলীর স্ত্রী আয়েশা

শঙ্কিত মীর কাসেম আলীর স্ত্রী আয়েশা

ঢাকা : স্বামীর ন্যায় বিচার পাবেন কি না তা নিয়ে শঙ্কিত মীর কাসেম আলীর স্ত্রী খোন্দকার আয়েশা খাতুন।  রাষ্ট্রপক্ষের হস্তক্ষেপের কারণেই তিনি আজ শঙ্কিত বলে অভিযোগ করেছেন।

সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী মীর কাসেম আলীর আইনজীবী থেকে সরে দাঁড়ানোর পর গণাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন শঙ্কার কথা উল্লেখ করেন মীর কাসেম আলীর স্ত্রী।

এতে বলা হয়, আমার স্বামী মীর কাসেম আলীর আইনজীবী অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী শুনানিতে অংশগ্রহণ করার পর অ্যাটর্নি জেনারেল তাকে উদ্দেশ করে ব্যক্তিগত আক্রমণ শুরু করেন।  তাতে সুর মেলান আইনমন্ত্রীও।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সংবিধান বা আইনে সুস্পষ্ট বিধান থাকা সত্ত্বেও বিরামহীনভাবে প্রকাশ্যে ও গোপনে প্ররোচনা ও হয়রানি করে তাকে মামলা থেকে প্রত্যাহার করতে বাধ্য করা হলো।

তিনি বলেন, তার নিযুক্ত আইনজীবীকে এভাবে হয়রানি করা হলো, কিন্তু মহামান্য আপিল বিভাগ নীরব ভূমিকা পালন করলো, যা আমাদের চরমভাবে হতাশা করেছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন সিনিয়র আইনজীবীর নিজেকে প্রত্যাহার মীর কাসেম আলীর মামলায় প্রচণ্ড নেতিবাচক প্রভাব ফেলবে।  রাষ্ট্রের এরূপ হস্তক্ষেপে আমরা আদৌ ন্যায় বিচার পাওয়া পাব কি না তা নিয়ে আজ শঙ্কিত।
১৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে